প্রতি বছরের ন্যায় এবারও দরিদ্র ও অসহায় মানুষদের আর্থিকসহ বিভিন্ন সহায়তা কার্যক্রম ও দুই দিনব্যাপী নানা আয়োজন ও আনুষ্ঠানিকতায় শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড একযোগে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ডে-২০২৩ ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইমামুল কবীর শান্ত -এর জন্মদিন পালন করে।
শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আহসানুল কবিরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, বিশেষ অতিথি চিত্রশিল্পী হাসেম খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক শামসুন নাহার, সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শেখ তানভীর আহমেদ রনিসহ শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়, ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডসহ অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল