আগামী ২৫ ফেব্রুয়ারিতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ষষ্ঠ সমাবর্তন। দীর্ঘ সাত বছর পরে আয়োজিত এই সমাবর্তনে প্রায় ৩২ হাজার গ্রাজুয়েটদের মাঝে সনদপত্র প্রদান করার কথা রয়েছে। বিশাল সংখ্যক এ গ্রাজুয়েটদের মধ্য থেকে দুই ক্যাটাগরিতে মোট ১৬ জন শিক্ষার্থীকে দেয়া হবে স্বর্ণপদক সম্মাননা। স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণিতে চূড়ান্ত পরীক্ষায় সব বিভাগের মধ্যে সর্বোচ্চ নম্বরধারীদের এ সম্মাননা প্রদান করা হবে। সমাবর্তনে স্বর্ণপদক জয়ী শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ খান।
আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (উচ্চশিক্ষা ও বৃত্তি-২) এ বি এম আজিজুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এবারের সমাবর্তনে শুধুমাত্র 'আসাদুল কবীর স্বর্ণপদক', 'শরফুদ্দিন স্বর্ণপদক' ও 'মোফাসসিল উদ্দিন আহমেদ ট্রাস্টফান্ড গোল্ড মেডেল' প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।'
এগুলোর মধ্যে স্নাতক ক্যাটাগরিতে ৮ জনকে 'আসাদুল কবীর স্বর্ণপদক', স্নাতকোত্তর ক্যাটাগরিতে ৭ জনকে দেয়া হবে 'শরফুদ্দিন স্বর্ণপদক'। এছাড়াও দর্শন বিভাগের সর্বোচ্চ ফলাফল প্রাপ্ত ১১ জন শিক্ষার্থীর মধ্য থেকে স্নাতকোত্তরের একজনকে 'মোফাসসিল উদ্দিন আহমেদ ট্রাস্টফান্ড স্বর্ণপদক' দেয়া হবে বলে জানা যায়। আগামীকাল ওই শিক্ষার্থীর নাম চূড়ান্ত করা হবে।
'আসাদুল কবীর স্বর্ণপদক' প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন- মাইক্রোবায়োলজি বিভাগের তানজিনা আক্তার (স্নাতক-২০১২) ও মুমতারিন জান্নাত ঐশী (২০১৬); ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের (আইবিএ) রাতুল কুমার সাহা (২০১৩), বি এম মুহিত সাঈফ (২০১৮) ও রাদিআহ হাসান (২০১৯); ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ফারিহা আফসানা (২০১৪), প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের উম্মে মাহফুজা শাপলা (২০১৫); ভূগোল ও পরিবেশ বিভাগের জান্নাতুল হুসনা তুয়া (২০১৭)। তারা প্রত্যেকেই স্নাতকে সর্বোচ্চ ফলাফলের জন্য এ সম্মাননা পাবেন।
সমাবর্তনে 'শরফুদ্দিন স্বর্ণপদক' প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন- পদার্থবিজ্ঞান বিভাগের শরিফুল ইসলাম (স্নাতকোত্তর- ২০১৩), মোছাঃ শামীমা খানম (২০১৪), বদরুন্নাহার দীপা (২০১৮), মুহাম্মদ খায়রুল আলম (২০১৯); ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ঊর্মি দাস (২০১৫), অর্থনীতি বিভাগের ইসতিয়াক রায়হান (২০১৬), ভূগোল ও পরিবেশ বিভাগের কামরুন নাহার (২০১৭)। এদের প্রত্যেকেই স্নাতকোত্তরে সর্বোচ্চ ফলাফলের জন্য এ সম্মাননা পাবেন।
জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫২ বছরে সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে মাত্র পাঁচবার। সর্বশেষ ২০১৫ সালে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সময়ে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সেবার ৯ হাজার গ্র্যাজুয়েট, এম.ফিল ও পিএইচ.ডি ডিগ্রি অর্জনকারীদের মধ্য থেকে ১৮ জন শিক্ষার্থীকে ২৩ টি স্বর্ণপদক প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন