ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাযহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অমর একুশে হল সংলগ্ন আনন্দবাজারের এক ব্যবসায়ীকে চাঁদার জন্য তলব করার পর ওই ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় প্রথমে ফোনে হুমকি এবং পরে লোক পাঠিয়ে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে ইমদাদুলের বিরুদ্ধে। এ নিয়ে একাধিক গণমাধ্যম সংবাদ প্রকাশ করে।
ভুক্তভোগী ব্যবসায়ী অভিযোগ করেন, গত ৩০ জানুয়ারি ফোন করে চাঁদার জন্য তাকে তলব করেন ছাত্রলীগ নেতা ইমদাদুল। হলে যেতে রাজি না হওয়ায় তাকে হুমকি দেন তিনি। পরে গত ৩১ জানুয়ারি অনুসারীদের পাঠিয়ে পানির বোতল ভাঙচুর করান ইমদাদুল।
বিডিপ্রতিদিন/কবিরুল