ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ছাত্রনেতা রাউফুন বসুনিয়ার ৩৮তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শহিদ রাউফুন বসুনিয়ার ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়াও ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকেও তাঁর ভাষ্কর্যে শ্রদ্ধা জানানো হয়।
পরে শহিদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। শহিদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদের সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম হিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, বিশিষ্ট সাংবাদিক মোজাম্মেল বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম অহিদুজ্জামান, বসুনিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক হামিদুল আলম সখা এবং শহিদ রাউফুন বসুনিয়ার ভাই নাহিন বসুনিয়া।
বিডি প্রতিদিন/হিমেল