কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী ফুলপরী খাতুনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পাবনা ও কুষ্টিয়ার পুলিশ সুপারের নিকট অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হাইকোর্ট থেকে নির্দেশনা পাওয়ার পর বুধবার রাতেই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এই দুই জেলার পুলিশ সুপারকে চিঠি পাঠান।
বৃহস্পতিবার পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বুধবারই চিঠি পৌঁছায়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, দেশরত্ন শেখ হাসিনা হলের ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়ের মোবাইল বার্তার আদেশে পাবনা ও কুষ্টিয়ার পুলিশ সুপারের কাছে পৃথক দুটি চিঠি পাঠানো হয়। এর অনুলিপি ডেপুটি অ্যাটর্নি জেনারেল, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
এদিকে একই সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার কাছে পৃথক চিঠি দেওয়া হয়। চিঠিতে ভুক্তভোগীকে যেকোনো ছাত্রী হলে তার পছন্দমতো সিটে তুলে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল