এআইইউবি বিজনেস ক্লাব'র (এবিসি) উদ্যোগে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইউবি) ক্যাম্পাসে ৪৮টি বিভিন্ন কলেজের ৪০০ এর অধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে এবিসি কেস স্টর্ম ২০২৩ এর ৩য় সিজন অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি এবিসি কেস স্টর্ম ২০২৩ এর ৩য় সিজনের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ফাইনালে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের "টিম হার্মিস অ্যাপোস্টেল" দল এবিসি কেস স্টর্ম ২০২৩-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের "টিম ইএসএস বিজনেস মাইসট্রোস" এবং নটর ডেম কলেজের "টিম ৬৩ বুলেটস" প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হয়। এই আন্তঃ কলেজ কেস প্রতিযোগিতায় তরুন শিক্ষার্থীরা তাদের মেধা প্রয়োগের মাধ্যেমে ব্যবসায়িক সংকট মোকাবেলায় বিচক্ষনতা এবং সমালোচনামূলক পরিস্থিতি উত্তোরনের বিষয় সর্ম্পকে বাস্তব জ্ঞান লাভ করেছে।
প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে এআইইউবি ক্যাম্পাসে ব্যবসায় অনুষদের শিক্ষকদের সমন্বয়ে গঠিত বিচারকদের প্যানেলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন ব্যবসায় কেসগুলি নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ করার সুযোগ লাভ করে। বিচারকদের বিচারে দ্বিতীয়পর্বের সেরা ১২টি দল পরবর্তীতে ফাইনালে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়। শিক্ষাবিদ এবং শিল্প বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত প্যানেল বিচারকদের সম্মুখে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা নতুন নতুন ব্যবসায়িক কেস গুলি উপস্থাপন করেন। নির্বাচিত প্যানেল বিচারকদের সমন্বিত দলের মধ্যে ছিলেন এআইইউবি’র ব্যবসায় অনুষদের মার্কেটিং বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. খন্দকার সাজ্জাদুল করিম, ট্রাক লাগবে লিমিটেড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস) মো. নাফিস উর রহমান, আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড এর এইচআর অপারেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ম্যানেজার-ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড অপারেশনস জনাব আরিফ হোসেন, আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড এর রিজিওনাল সেলস ম্যানেজার জনাব মোহাম্মদ খান এবং ইউনিলিভার বাংলাদেশ এর সিনিয়র টেরিটরি ম্যানেজার ইমতিয়াজ হোসেন।
এবিসি কেস স্টর্ম ২০২৩ এর সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এআইইউবি’র ট্রাষ্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য মিসেস নাদিয়া আনোয়ার। তিনি বিজয়ী দল ও কৃতী শিক্ষার্থীদের হাতে ট্রফি এবং পুরস্কারের অর্থ তুলে দেন। এছাড়াও তিনি এবিসি কেস স্টর্ম ২০২৩ সফলভাবে আয়োজনের জন্য এআইইউবি বিজনেস ক্লাবের এই ধরনের প্রচেষ্টার আন্তরিকভাবে প্রশংসা করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন। সমাপনী অনুষ্ঠানের শেষে এআইইউবি পারফর্মিং আর্টস ক্লাব (এপ্যাক) এর সদস্যরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এসময় অনুষ্ঠানে এআইইউবি এর শিক্ষক, উচ্চপদস্থ কর্মকর্তা, অংশগ্রহণকারী কলেজের প্রতিনিধিবৃন্দ ও বিপুলসংখ্যক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম