১৬ দিনের ব্যক্তিগত ছুটি শেষে আবারও কার্যালয়ে ফিরলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
নিয়োগ সংক্রান্ত অডিও ফাঁসের পর আন্দোলনের মুখে ব্যক্তিগত ছুটি শেষে শনিবার সকাল ১০টায় দিকে তিনি কার্যালয়ে যান।
এর আগে গতকাল শুক্রবার বেলা ১টার দিকে তিনি পরিবারসহ ক্যাম্পাসে ফিরেন বলে জানান উপাচার্যের পিএস মনিরুজ্জামান মিল্টন। তিনি বলেন, ‘স্যার গতকাল ক্যাম্পাসে এসেছেন। আজ অফিস করেছেন।’
জানা যায়, শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে 'ফারাহ জেবিন’ ও ‘মিসেস সালাম’ নামে দুইটি ফেসবুক আইডি থেকে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ও শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) উপাচার্যের পরপর পাঁচটি ফোনালাপের একাধিক অডিও ক্লিপ ভাইরাল হয়। অডিওতে পরীক্ষার আগেই চাকরির প্রশ্নফাঁস ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলতে শোনা যায়। অডিও ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ভিসিকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে ১৯ ফেব্রুয়ারি থেকে টানা তিনদিন উপাচার্যের কার্যালয়ে তালা দিয়ে আন্দোলন করেন লেবার ও ‘অস্থায়ী চাকরিজীবী পরিষদ’। ফলে অফিস করতে পারেননি উপাচার্য।
পরে ২৩ ফেব্রুয়ারি সকাল ৮টায় ব্যক্তিগত ছুটি নিয়ে ক্যাম্পাসের বাসা থেকে ঢাকায় যান উপাচার্য। ১০ দিনের ছুটি শেষে গতকাল শুক্রবার বেলা ১টার দিকে তিনি স্ত্রীসহ ক্যাম্পাসে ফিরেন।
বিডি-প্রতিদিন/বাজিত