ঐতিহাসিক ৭ মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ পরিবার।
মঙ্গলবার সকালে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলামের নেতৃত্বে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম জোয়ার্দার, ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, ৭ মার্চের ভাষণ ছিল বিশ্বের বঞ্চিত মানুষের মুক্তির গান। এই ভাষণে বাঙালি জাতির পিতা বিশ্বের বঞ্চিত মানুষের মুক্তির কথা বলেছেন। জাতির পিতার এই ভাষণ আমাদের মুক্তির অবিচ্ছেদ্য অংশ। এই ভাষণ আমাদের দেশপ্রেমে উজ্জীবিত করে।
বিডি প্রতিদিন/এমআই