জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অবৈধভাবে অবস্থানরত সকল শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রত্ব শেষ হওয়ার পরও যারা আবাসিক হলে অবস্থান করছেন আগামী সাত দিনের মধ্যে তাদের হল ছাড়তে হবে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ এ দেয়া হয়।
অফিস আদেশে বলা হয়, 'যে সকল ছাত্র-ছাত্রী স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেও নিয়মবহির্ভূতভাবে হলে অবস্থান করছে তাদেরকে আগামী সাত দিনের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হলো।'
উক্ত সময়ের মধ্যে হল না ছাড়লে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথাও আদেশে বলা হয়।
এর আগে, গত ৫ই মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসিক হলগুলোতে গণরুম সংস্কৃতি উচ্ছেদের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে প্রগতিশীল শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে গতকাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মনজুরুল হকের নেতৃত্বে একটি কেন্দ্রীয় গণরুম বিলোপ কমিটি গঠিত হয়।
এছাড়া ওইদিন ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদাভাবে দুটি গণরুম বিলোপ উপকমিটি গঠিত হয়েছে। এগুলো মধ্যে প্রাধ্যক্ষ কমিটির সভাপতি ড. অধ্যাপক নাজমুল হাসান তালুকদারকে আহ্বায়ক ও অন্যান্য ছাত্র হলের প্রাধ্যক্ষদের সদস্য করে ছাত্র হল গণরুম বিলোপ উপকমিটি এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহা. মুজিবুর রহমানকে আহ্বায়ক ও অন্যান্য ছাত্রী হলগুলোর প্রাধ্যক্ষদের সদস্য করে ছাত্রী হল গণরুম বিলোপ উপকমিটি গঠিত হয়।
বিডি প্রতিদিন/নাজমুল