শিরোনাম
১২ মার্চ, ২০২৩ ০০:৩৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় আহত দুই শতাধিক, বিজিবি মোতায়েন

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় আহত দুই শতাধিক, বিজিবি মোতায়েন

বিজিবির সদস্যরা বিশ্ববিদ্যালয়ে বিনোদপুর ফটক এলাকায় অবস্থান নিয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির সদস্যরা বিশ্ববিদ্যালয়ে বিনোদপুর ফটক এলাকায় অবস্থান নিয়েছে।

রাজশাহী বিজিবি ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমদ বলেন, সাত প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিনোদপুর বাজার এলাকায় তারা দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বিজিবি। 

সংঘর্ষের কারণে রোববার ও সোমবার ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটক এলাকায় শনিবার সন্ধ্যার দিকে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। আহত হন স্থানীয়দের অনেকে। বিনোদপুর বাজারের বেশ কিছু দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। অগ্নিসংযোগ করা হয় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকের পুলিশ বক্সে।


এদিকে স্থানীয় ও শিক্ষার্থীদের মধ্যে চলমান সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। শনিবার রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন। তারা রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। 

আহত শিক্ষার্থী শেখ রাসেল বাপ্পি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানাতে আমরা রাস্তায় নামি। তখন পুলিশ আমাদের চলে যেতে বলে। পরে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, সংঘর্ষে আমাদের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তিনি শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর