শহীদ আবদুর রব সেরনিয়াবাতের জন্মদিন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘সংবাদপত্রে শহীদ আবদুর রব সেরনিয়াবাত’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্মারকগ্রন্থ প্রণয়ন কমিটি আয়োজিত প্রদর্শণী মঙ্গলবার বেলা ১২টায় উদ্বোধন করেন শহীদ আবদুর রব সেরনিয়াবাতের দৌহিত্র বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
স্মারকগ্রন্থ প্রণয়ন কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে
অনুষ্ঠানে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, মেয়রের সহধর্মিনী লিপি আবদুল্লাহ, মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল, নাট্যজন সৈয়দ দুলাল, শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্মারকগ্রন্থ প্রণয়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক নজমুল হোসেন আকাশ বিশেষ অতিথি ছিলেন।
দুই দিনব্যাপী এই প্রদর্শণীর উদ্বোধনী অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সুধীজন, সাংবাদিকবৃন্দ সহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভাগীয় প্রধান, লাইব্রেরিয়ান, প্রাধ্যক্ষ, প্রক্টর, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল