৫ এপ্রিল, ২০২৩ ২৩:৪৭

ছাত্রলীগের সব ইউনিটকে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ

অনলাইন ডেস্ক

ছাত্রলীগের সব ইউনিটকে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ

ছাত্রলীগের যেসব ইউনিটে পূর্ণাঙ্গ কমিটি নেই সেসব ইউনিটিটে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। আগামী ৫ মে এর মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ছাত্রলীগের যেসব সাংগঠনিক ইউনিটের (বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা, মেডিকেল কলেজ ও কেন্দ্রের আওতাধীন কলেজ শাখা) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি সেসব ইউনিটকে আগামী ৫ মের মধ্যে গঠনতান্ত্রিক নিয়ম ও বিধি অনুসরণ করে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।’

এতে আরও বলা হয়, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো ইউনিট পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ হলে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
   

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর