ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের এক নেত্রীসহ সংগঠনটির ঢাবি শাখার ছয় নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার ইফতারের পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রী বিষয়ক সম্পাদক মানসুরা আলম, ঢাবির সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল শাখা ছাত্রদলের রাজু আহমেদ, জহুরুল হক হলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, বঙ্গবন্ধু হলের সহ-সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, এসএম হলের কর্মী কাফি ও জিয়া হলের কর্মী মাহমুদ। ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নির্দেশনায় ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেছে ছাত্রদল।
সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সভাপতি নাছির উদ্দিন শাওন অভিযোগ করেন, ইফতারের পর ছাত্রদল নেতাকর্মীরা ঢাকা মেডিকেলের দিকে যাচ্ছিল। এমন সময় ছাত্রলীগের ছেলেরা তাদের ওপর হামলা করে। আমার হলের ছাত্রদলের সাধারণ সম্পাদকের ওপরও হামলা করা হয়েছে।
ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত মানসুরা আলম দুই কানেই শুনতে পাচ্ছে না। রাজু আহমেদ বাম চোখে ও পুরো শরীরে আঘাত করা হয়েছে, মেহেদী নামে আরেকজনের মাথায় ১০টি সেলাই লেগেছে- তার পুরো শরীরে আঘাত করা হয়েছে। এছাড়া আমান এবং কাফি মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন গণমাধ্যমকে বলেন, আমি এই সম্পর্কে কিছুই জানি না। এমন কিছু হয়ে থাকলে জেনে ব্যবস্থা নেব।
বিডি-প্রতিদিন/শফিক