বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ প্রকাশিত জার্নালের মোড়ক উন্মোচন হয়েছে। বুধবার দুপুর ২টায় উপাচার্যের কনফারেন্স রুমে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে উৎসর্গকৃত ‘জার্নাল অব বিজনেস স্টাডিজ’ ভলিউম ৮, ইস্যু ১ ও ২ এর মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. আবদুল্লাহ-আল মাসুদের সভাপতিত্বে এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেসম বিভাগের সহযোগী অধ্যাপক ‘জার্নাল অব বিজনেস স্টাডিজ’ এর এসোসিয়েট এডিটর মুহাম্মদ রাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান বঙ্কিম চন্দ্র সরকার, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান নুসরাত শারমিন লিপি, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেসম বিভাগের ভারপ্রাপ্ত চেয়াম্যান ড. প্রবীর কুমার ভৌমিক ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান শাহাদাত হোসেন।
বিডি প্রতিদিন/এএম