রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত ২৫০ জনের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এই সামগ্রী বিতরণ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
উপাচার্য বলেন, বিশ্বের অনেক দেশে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়লেও বাংলাদেশের উন্নয়ন দমিয়ে রাখা যায়নি। দেশ এগিয়ে যাচ্ছে। আজ একজন মানুষও ক্ষুধার্ত নেই। এবার রমজানে ইফতার আয়োজনের পরিবর্তে সেই অর্থ প্রয়োজন আছে এমন মানুষদের মধ্যে বণ্টন করার অভিপ্রায় প্রকাশ করেন মাননীয় প্রধানমন্ত্রী। সেই ধারাবাহিকতায় এই আয়োজন করা হয়েছে। সুস্থ ও সুন্দরভাবে সকলের ঈদ কাটুক সেই প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত