২৩ মে, ২০২৩ ২১:৩১

রাবিতে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদযাপিত

রাবি প্রতিনিধি

রাবিতে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদযাপিত

রাবিতে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, সম্মানিত অতিথি ছিলেন ঢাকাস্থ ফরাসি দূতাবাসের উপ-প্রধান অড্রেন দে কেড্রেল ও মুখ্য আলোচক ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাশেম।

উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বঙ্গবন্ধু সারাজীবন শান্তি ও ন্যায়ের পক্ষে সংগ্রাম করেছেন। যার স্বীকৃতি এই জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তি। কেননা অসমাপ্ত আত্মজীবনীর একদম শুরুতে বিশ্ব শান্তির বার্তা দিয়ে বলা হয়েছে, একজন মানুষ হিসেবে আমি সমগ্র মানবজাতির কথা ভাবি। এখানেই বঙ্গবন্ধুর বিশ্বচিন্তার প্রতিফলন ঘটেছে। বাঙালি রাষ্ট্রের জন্ম দিয়ে মানব মুক্তির এক জীবন্ত দৃষ্টান্ত তৈরি করে গেছেন তিনি।

উপাচার্য আরও বলেন, আজকের এই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। কেননা বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পুরস্কার প্রদানের সুবর্ণজয়ন্তী উপলক্ষে যে স্মারক ডাকটিকেট প্রকাশিত হচ্ছে , সেটির নকশা করছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক বনি আদম। এটা খুবই গর্বের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অবাইদুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, প্রক্টর অধ্যাপক আসাবুল হক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর