১ জুন, ২০২৩ ০৬:৫২

খাবার টেবিলে বাগবিতণ্ডা থেকে চবি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

চবি প্রতিনিধি

খাবার টেবিলে বাগবিতণ্ডা থেকে চবি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

খাবার টেবিলে বাগবিতণ্ডা থেকে চবি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ। ক্যাম্পাসে পুলিশের অবস্থান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হয়েছে।

বুধবার রাত ১০টার দিকে শাখা ছাত্রলীগের দুই উপগ্রুপ সিএফসি আর সিক্সটি নাইনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। চলে প্রায় দুই ঘণ্টা।  এতে দুই পক্ষের অন্তত সাত কর্মী আহত হয়েছেন। 

জানা গেছে, ক্যাম্পাসে অভ্যন্তরে অবস্থিত ঢাকা হোটেলে খাবার খেতে গিয়ে দুই পক্ষের দুই কর্মীর মধ্যে বাগবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মুখোমুখি অবস্থিত শাহজালাল ও শাহ আমানত হলে থেমে থেমে ইটপাটকেল ছোড়াছুড়ি চলে। 

প্রায় দুই ঘণ্টাব্যাপী দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ চলে। এতে সিএফসির পাঁচজন এবং সিক্সটি নাইনের দুজন কর্মী আহত হন।

চবি প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, প্রক্টরিয়াল বডি পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এরই মধ্যে কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর