৮ জুন, ২০২৩ ২২:৩২

জাবিতে অবসর প্রস্তুতিমূলক ছুটির বদলে অবসর উত্তর ছুটি চালু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাবিতে অবসর প্রস্তুতিমূলক ছুটির বদলে অবসর উত্তর ছুটি চালু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রচলিত অবসর প্রস্তুতিমূলক ছুটির (এলপিআর) বদলে অবসরোত্তর ছুটি (পিআরএল) চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ৪ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে এ বিষয়ে আগে থেকেই নির্দেশনা ছিল। সেটি অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এলপিআরকে পিআরএল করার সিদ্ধান্ত নিয়েছে। সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার দিন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এতে এলপিআর থেকে পিআরএল এ যাওয়ায় ক্ষেত্রে সুযোগ-সুবিধায় তেমন কোনো পরিবর্তন হবে না বলে জানান তিনি। তবে আগে যেখানে এলপিআর’রা বিশ্ববিদ্যালয়ের বাসায় থাকতে পারতেন সেখানে এখন চূড়ান্ত অবসরে যাওয়ায় পিআরএল’রা সেটা পারবেন না।

উল্লেখ্য, দাপ্তরিক নিয়মানুযায়ী এতোদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরির বয়সসীমা শেষ হলে বেতনসহ এক বছরের ছুটি (এলপিআর) পেতেন কর্মকর্তা-কর্মচারীরা।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর