রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র পণ্ড হয়েছে আন্তঃবিভাগ বাস্কেটবল ফাইনাল। এ ঘটনায় খেলাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে টুর্নামেন্ট সাব-কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল আলিম জানান, উভয়ই পক্ষ খুব সুশৃঙ্খল ভাবে মাঠে খেলছিল। তবে দর্শক সাড়িতে কথা-কাটাকাটি নিয়ে ধাক্কাধাক্কি হয়। এ ঘটনায় উভয়পক্ষের দর্শকরা উত্তেজিত হয়ে ওঠে এবং চেয়ার ছোড়াছুড়ি শুরু করে। হট্টগোল হওয়ায় খেলাটি স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।
জানা গেছে, বিকালে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে আন্তঃবিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু হয়। এতে গ্রুপ পর্ব থেকে ফাইনালে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। শুরু থেকেই চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। উপস্থিত দর্শকদের মধ্যেও ছিল চরম উত্তেজনা। কিন্তু নির্ধারিত সময়ের ১৩ মিনিট আগে মাঠে হট্টগোল বাধে। উভয়পক্ষের দর্শকরা একে অপরকে ব্যঙ্গ করে কথা বলার জেরে দর্শকদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরক্ষণেই উভয়পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। পরে প্রক্টরিয়াল বডি পরিবেশ শান্ত করে। এ ঘটনায় বাধ্য হয়ে খেলা বন্ধ ঘোষণা করেন টুর্নামেন্ট কমিটি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, কথা-কাটাকাটি নিয়ে দর্শক সারিতে ঝামেলা বাধে। তারপর উভয়পক্ষের উত্তেজিত দর্শকেরা চেয়ার ছোড়াছুড়ি শুরু করে। এ ঘটনায় কোন পক্ষের খেলোয়ারদের সম্পৃক্ততা ছিল না। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/আরাফাত