অবরোধের সমর্থন ও আওয়ামী লীগ সরকারের পতনের ডাকে বিএনপিপন্থি শিক্ষক ও শাখা ছাত্রদলের আন্দোলন এবং অবরোধ প্রতিহতের ঘোষণা দিয়ে শাখা ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস। কর্মসূচি পালনকালে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের তিন নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে এসব ঘটনা ঘটে।
হামলার প্রতিক্রিয়া জানিয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, হামলা-মামলার ভয় দেখিয়ে ছাত্রদলকে দমানো যাবে না। জীবন দিয়ে হলেও এ সরকারের পদত্যাগে বাধ্য করা হবে এবং ছাত্রলীগের হামলার জবাব রাজপথেই দেওয়া হবে।
জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক এনামুল হক বলেন, সরকার পতনের একদফা আন্দোলন এবং ৭২ ঘণ্টার অবরোধ সফল করতে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আমরা সরকারের মিথ্যা মামলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেফতার, তৃণমূল নেতাকর্মীদের ওপর হামলা-মামলা-গুম ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানাই। কর্মসূচিতে আওয়ামী সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানানো হয়।
জানা গেছে, বিএনপি-জামায়াত ঘোষিত অবরোধের শেষ দিন সকালে সরকার পতনের একদফা আন্দোলন ও ৭২ ঘণ্টার অবরোধের সমর্থনে ক্যাম্পাসের প্রধান ফটকে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের শিক্ষকরা। এতে সংহতি জানিয়ে অংশ নেয় শাখা ছাত্রদল। এদিকে অবরোধ প্রতিহতের ঘোষণা দিয়ে ক্যাস্পাসে বিক্ষোভ শুরু করে শাখা ছাত্রলীগ। বিক্ষোভ চলাকালে ক্যাম্পাসের জোহা চত্বরে এসে ছাত্রদলের নেতাকর্মীদের দেখতে পেয়ে হামলা চালায় ছাত্রলীগ। হামলায় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন ও সদস্য জাকির রেদোয়ান আহত হন।
পরে বিক্ষোভ নিয়ে প্রধান ফটকে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া করে ছাত্রলীগ। তখন জোহা হল ছাত্রদলের নেতা নাহিদুজ্জামানকে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় ছত্রভঙ্গ হয়ে যায় ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মসূচি শেষে প্রধান ফটক থেকে র্যালি নিয়ে ক্যাম্পাসে আসার সময় মুখোমুখি হয় জিয়া পরিষদ ও ছাত্রলীগ। তখন শিক্ষকদের উদ্দেশ্য করে ছাত্রলীগের নেতাকর্মীরা অকথ্য ভাষায় গালাগালি করে বলে অভিযোগ উঠেছে।
শিক্ষকদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে ছাত্রলীগ। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে প্রক্টর দপ্তরে অভিযোগ দেন তারা। এদিকে ছাত্রলীগের হামলার পর ক্যাম্পাসের বাহিরে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় ছাত্রদল এবং ক্যাম্পাসে অবস্থান নেয় ছাত্রলীগ।
হামলার বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, দেশে সহিংসতা সৃষ্টি করে এমন কোনো অবরোধ মেনে নেওয়া হবে না। আমরা ক্যাম্পাসে বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধ প্রতিহতের ঘোষণা দিয়েছি। ক্যাম্পাসে কিছু ছেলেকে বিশৃঙ্খলা করতে দেখে ধাওয়া দেওয়া হয়েছে। ক্যাম্পাসে যেকোনো বিশৃঙ্খলা প্রতিহতের ঘোষণা দেন শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু।
নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক জানান, মারধরের একটি অভিযোগ পেয়েছি। খোঁজখবর নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল