রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সমিতি দিনাজপুর (রুসাদ) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।
শনিবার দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নানা আয়োজনে আনন্দমূখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই ক্রীড়া প্রতিযোগিতা ও মিলনমেলা।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান আকর্ষণ ছিলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শিক্ষার্থীদের প্রিয় হল এর নামকরণে শেরে বাংলা একাদশ ক্রিকেট দল, আমির আলী হল একাদশ ক্রিকেট দল, সারোয়ারদি হল একাদশ ক্রিকেট দল এবং হাবিবুর রহমান হল একাদশ ক্রিকেট টুর্নামেন্ট।
এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান।
রুসাদ এর সভাপতি দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দীকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সামিউল আলম জনি।
বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি আব্দুল্লাহ আল কাফি এবং মো. কুতুব উদ্দীন ও সদস্য অধ্যাপক মোজাহার আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইমরান, রাশেকুল, ট্রাফিক ইন্সপেক্টর রুসাদ’র সদস্য হাসান আশকুড়ি, কোষাধ্যক্ষ ডালিম, শৈশব রাজু, বিরল থানার ওসি গোলাম মাওলা, সুদিপ্ত বসাক প্রমুখ। ক্রিকেট টুর্নামেন্টের ধারা বর্ণনা করেন মনিষ কুমার রায়।
ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনকালে প্রধান অতিথি দিনাজপুর আদর্শ কলেজের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রজীবনের স্মৃতি ধরে রাখতে দিনাজপুরে রুসাদ যে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করছে তাতে শিক্ষার্থীদের মাঝে সুসম্পর্কের সেতুবন্ধন রচনা হয়েছে। আমরা চাই, রুসাদ সাবেক শিক্ষার্থীদের সুখে-দুঃখে, আনন্দ উৎসবে একে অপরের পাশে থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল