তীব্র তাপদাহে স্বস্তির লক্ষ্যে শ্রমজীবী এবং রিকশাচালকদের মাঝে খাবার স্যালাইন ও ঠান্ডা পানি বিতরণ করেছে ইডেন কলেজ ছাত্রলীগ।
আজ দুপুরে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার নেতৃত্বে সংগঠনের নেত্রীরা ক্যাম্পাসের সামনে শ্রমজীবী ও রিকশাচালকদের মাঝে খাবার স্যালাইন ও ঠান্ডা পানি বিতরণ করেন।
এ প্রসঙ্গে তামান্না জেসমিন রিভা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা দুইশ প্যাকেট খাবার স্যালাইন ও দুই ঠান্ডা পানির বোতল বিতরণ করেছি। সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তাপদাহ অব্যাহত থাকলে আমাদের খাবার স্যালাইন ও পানি বিতরণের কাজ অব্যাহত রাখবো। একই সঙ্গে বিতরণের পরিমাণ বাড়াবো।
বিডি প্রতিদিন/আরাফাত