তীব্র তাপপ্রবাহের জন্য দুই সপ্তাহ অনলাইনে ক্লাস চলার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী ৫ মে (রবিবার) থেকে সপ্তাহে চারদিন সশরীরে ক্লাস চলবে। আর প্রতি মঙ্গলবার একদিন অনলাইনে ক্লাস হবে। এ ছাড়া প্রতিদিন দুপুর ২টার মধ্যে শ্রেণি কার্যক্রম শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপাচার্য অধ্যাপক সাদেকা হালিমের সভাপতিত্বে উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক আইনুল ইসলাম।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, আগামী রবিবার থেকে সপ্তাহে চারদিন সশরীরে ক্লাস-পরীক্ষা চলবে। শুধুমাত্র মঙ্গলবার অনলাইনে ক্লাস হবে। সেই সঙ্গে ক্লাস পরীক্ষাসমূহ সকাল আটটা থেকে শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত চলবে। তবে কিছু বিভাগের ক্লাস-পরীক্ষা থাকায় হয়তো ১০/১৫ মিনিট সময় এদিক-সেদিক হতে পারে।
যদিও যে-সব ক্লাসরুমে এসি নেই, সে-সব বিভাগের ক্লাস-পরীক্ষার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। তিনি বলেন, এটা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়টা বিভাগগুলো নিজেরা নিজেদের মধ্যে সমন্বয় করে নেবে।
উল্লেখ্য, দেশে চলমান তাপদাহের জন্য গত ২২ এপ্রিল থেকে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
বিডি প্রতিদিন/এমআই