১০ আগস্ট, ২০২৪ ২০:৫২

রুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

রাবি প্রতিনিধি

রুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। কেউ রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে ব্যবস্থা নেয়ার করাও বলা হয়। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সকল ধরণের রাজনৈতিক সংগঠন এবং উহার কোন অঙ্গ সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ততা সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শান্তি প্রদান করা হবে। 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ১০৫তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। উপাচার্যে অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর