ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার জন্য শেখ হাসিনাসহ দায়ীদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল করেছেন।
বুধবার (১৪ আগস্ট) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের শিক্ষার্থীদের মিছিল করতে দেখা যায়।
এসময় তারা শেখ হাসিনার ফাঁসিসহ ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেন।
শিক্ষার্থীরা জানান, ১৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের মাঠে নামার সম্ভাবনা রয়েছে। তাদের রুখে দিতেই তারা এসব কর্মসূচি পালন করছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন