ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে দাওয়াত-এ ইশক নামে একটি নাতে রাসুল স. ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
যেখানে স্পিক বাংলাদেশ সংগঠনটির তরুণ শাখা স্পিক বাংলাদেশ ইয়ুথ ব্যবস্থাপনার কাজে অংশগ্রহনের আগ্রহ প্রকাশ করে। আয়োজনটিকে পরবর্তীতে কোন একটি পক্ষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীকা বলে প্রচার করে। তাদের কার্যক্রমের ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং আয়োজনের উদ্দেশ্য নিয়েও বিতর্কের সৃষ্টি হয়।
স্পিক বাংলাদেশ ইয়ুথ একটি সার্বজনীন নাগরিক অধিকার সংগঠন। কোন বিতর্কিত কার্যক্রমে জড়ানো থেকে আমরা নিজেদের বিরত রাখতে চাই। এমতাবস্থায় স্পিক বাংলাদেশ ইয়ুথ আলোচিত দাওয়াত এ ইশক অনুষ্ঠানটির ব্যবস্থাপনা কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছে।বিডি প্রতিদিন/আরাফাত