বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লক সংলগ্ন ইংলিশ মিডিয়াম ‘গ্রীন মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল’এ অনুষ্ঠিত হলো জমজমাট বিজ্ঞান মেলা। শনিবার (৯ নভেম্বর) স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত এই বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো প্রদর্শিত হয়।
সকালে মেলার উদ্বোধন করেন স্কুলের ভাইস-প্রিন্সিপাল আবদুল্লাহ আল মাসুদ। বিজ্ঞান মেলার সমন্বয়কারী ফাতেমা খাতুনের নেতৃত্বে শিক্ষার্থীরা পরিবেশবান্ধব শহরের মডেল, সৌরজগৎ, বায়োগ্যাস উৎপাদন, পানি পরিশোধন ব্যবস্থাসহ বিভিন্ন সৃজনশীল প্রকল্প প্রদর্শন করে।
উদ্ভাবকরা জানায়, তাদের উদ্ভাবিত এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হলে পরিবেশ রক্ষাসহ দেশ এগিয়ে যাবে। এজন্য তারা পৃষ্ঠপোষকতা চান। এরপর শ্রেষ্ঠ প্রকল্পগুলোর উদ্ভাবকদের পুরস্কার প্রদানের মাধ্যমে উৎসাহিত করা হয়।
গ্রীন মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মো. তৈয়বুর রহমান এ সময় বলেন, বাংলাদেশকে ভবিষ্যতে আরও সমৃদ্ধশালী করতে উদ্ভাবনের বিকল্প নেই। এজন্য তরুণ উদ্ভাবকদেরকে এগিয়ে আসতে হবে।
তিনি স্কুলের শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির প্রশংসা করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ধরে রাখতে আমরা ভবিষ্যতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করব।