এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলের পুনঃনিরীক্ষণে বরিশাল শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন একজন শিক্ষার্থী। এছাড়াও ১১৮ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। বৃহস্পতিবার পুনঃনিরীক্ষণের ফলাফল শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে প্রকাশ করেছে।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, গত ১৫ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। ওইদিন থেকে পুনঃনিরীক্ষণে ৭ হাজার ২১ জন পরীক্ষার্থী বিষয়ভিত্তিক ২৪ হাজার ২৬৫টি আবেদন করে। এর মধ্যে ১১৯ জনের ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন একজন পরীক্ষার্থী। গ্রেড পরিবর্তন হওয়া ১১৮ জনের মধ্যে আরো ২৯ জনের জিপিএ-৫ পেয়েছেন। প্রকাশিত ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে জিপিএ ৫ পেয়েছিলেন চার হাজার ১৬৭ জন। এখন এ সংখ্যা হয়েছে চার হাজার ১৯৬ জন। এ বছর বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার শতকরা ৮১.৮৫ ভাগ ছিলো।
বিডি প্রতিদিন/নাজমুল