খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের ওপর হামলা ও একই সাথে দুই শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় বাস শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। এতে পুরো এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক সেনা, নৌ, বিজিবি ও পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। খুবি শিক্ষার্থীরা জানায়, গোপালগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাসে করে একজন শিক্ষার্থী খুলনায় আসার পথে তাকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় বিচারের দাবিতে অন্য শিক্ষার্থীরা বাসস্ট্যান্ডে গেলে তাদের উপর চড়াও হয় বাস শ্রমিকরা। এসময় খুবির দুই শিক্ষককে লাঞ্ছিত করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে সহস্রাধিক শিক্ষার্থী বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত হয়ে সড়ক অবরোধ করেন। এতে আশেপাশে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
বিডি-প্রতিদিন/শআ