বাংলাদেশ তাঁত বোর্ডের অধিনস্থ নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরে অধিভুক্তির দাবিতে ক্যাম্পস শাটডাউন করেছে শিক্ষার্থীরা। পরে একই দাবিতে দুপুরে নরসিংদীর সাহেপ্রতাবে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা জানায়, দুর্নীতির আতুরঘর হিসেবে খ্যাত বাংলাদেশ তাঁত বোর্ড কর্তৃক পরিচালিত নরসিংদীর একমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটি প্রতিষ্ঠার ৬ বছরেও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পারেনি। সরকারি প্রতিষ্ঠান হলেও সেটিতে কোনো পর্যাপ্ত শিক্ষক, শিক্ষা সুবিধা নেই বললেই চলে।
অথচ বস্ত্র অধিদপ্তরের অধিনে সারাদেশের আরো ৯টি কলেজ সুনামের সাথে পাঠদানসহ কার্যক্রম পরিচালনা করে আসছে। তাই শিক্ষার্থীরা তাঁতবোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরের মাধ্যমে এই কলেজ পরিচালনার দাবি জানিয়ে আসছে।
তবে দীর্ঘদিনেও দাবি আদায় না হওয়ায় আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পস শাটডাউন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দাবি আদায়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/হিমেল