জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস ইস্যুতে তিন দফা দাবিতে এবার সচিবালয় অভিমুখে পদযাত্রা করেছে গণঅনশনরত শিক্ষার্থীরা।
আজ সোমবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে থেকে এ পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ গণঅনশন চলবে। আমরা এখন সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করব, যতক্ষণ না আমাদের দাবি মেনে নেওয়া না হয়।
শিক্ষার্থীরা আরও বলেন, আর কোনো আশ্বাস নয় এবার আমরা লিখিত দাবি বাস্তবায়ন চাই।
সচিবালায় অভিমুখী যাত্রার বিষয়ে অনশনকারী শিক্ষার্থী কেএম রাকিব বলেন, তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আমরণ অনশন চলবে। আমরা এখন সচিবালয় সামনে অবস্থান কর্মসূচি পালন করব এবং সেখানেই বসে অনশন চালিয়ে যাব।
বিডি প্রতিদিন/জুনাইদ