মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বহালের প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
রবিবার রাত সাড়ে দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে যোগ দেয় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
এসময় "কোটা না মেধা, মেধা মেধা, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে'' ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। মুক্তিযোদ্ধা কোটার পাশাপাশি পোষ্য কোটা বাতিলের ও দাবি জানান তারা।
এসময় ঢাবির হিসাববিজ্ঞান বিভাগ ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থী আসিফ খান বলেন, যে কোটার জন্য দুই হাজারের ও অধিক মানুষ জীবন দিয়েছে, যে কোটার জন্য হাজার হাজার মানুষেরা অঙ্গহানি হয়েছে সেই কোটা এখনো বহাল আছে এর চেয়ে নিন্দনীয় ঘটনা আর কি হতে পারে। অন্তবর্তীকালীন সরকার কি ভুলে গেছে যে তারা শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। একজন ভর্তি পরীক্ষায় ৭২ পেয়ে চান্স পায়না আর একজন ৪৪ পেয়ে কিভাবে চান্স পায়। সংবিধান সংস্কারের আগে কোটা সংস্কার হোক। যদি অতি দ্রুত সময়ের মধ্যে কোটা সরিয়ে না নেওয়া হয় আবার রাজপথে নামবে।
শিক্ষার্থী শাহরিয়ার তুষার বলেন, দুই হাজার মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে আছে ইন্টেরিম গভর্মেন্ট। তাদের সাহস কি করে হয় এখনো কোটা প্রথা বহাল রাখে। ৪১ পেয়ে চান্স পায় আর একজন তার থেকে বেশি নাম্বার পেয়ে চান্স পায় না। সরকার কি আমাদের সাথে তামাশা শুরু করছে। আমরা হুঁশিয়ারী করে বলতে চাই আপনারা আবার হাসিনা মতো হবেন না। যদি আবার দেখি বৈষম্যমূলক কোটা আছে তাহলে আমরা আপনাদের মনে করিয়ে দিবো হাসিনার পরিণতির কথা।
বিডিপি/নাজমুল