ইন্টার্ন ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে থেকে বেলা দেড়টা পর্যন্ত ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইন্টার্ন শিক্ষার্থীরা প্রায় ২০ হাজার টাকা ভাতা পান। কিন্তু সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পান মাত্র ৯ হাজার টাকা। এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের টিএ ও ডিএ দেওয়া হলেও সিকৃবির ইন্টার্ন শিক্ষার্থীরা এটি থেকে বঞ্চিত। এসব বিষয় নিয়ে গত ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়ে দাবি বাস্তবায়নে ৭ দিনের সময় বেঁধে দেওয়া হলেও কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী রাবেয়া ফেরদৌস মীম জানান, তাদের পাঁচটি দাবির হচ্ছে ইন্টার্ন শিক্ষার্থীদের ভাতা ২০ হাজারে উন্নিতকরণ ও প্রতিমাসের শেষের দিকে প্রদান, দৈনিক টিএ-ডিএ বাবদ ৩০০ টাকা করে প্রদান, চারমাসের ইন্টার্নশিপ কার্যক্রমের রোডম্যাপ প্রদান, সেখানে কোনও সংশোধনী আসলে সেটা কমপক্ষে ১ মাস আগে অবগত করা। ভিসা বন্ধ থাকায় ভারতের পরিবর্তে অন্য কোনও দেশে ১০ দিনের এক্সটার্নশিপের সুযোগ করে দেওয়া।
সিকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম জানান, ভাতার পরিমাণ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি নির্ধারণ করে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়তি টাকা কিভাবে দেওয়া হয় সেই বিষয়ে ইউজিসির সাথে যোগাযোগ করা হবে। তবে এটি সময় সাপেক্ষ ব্যাপার। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, আমরা তাদের দাবির সাথে একমত।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ