জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামনে থেকে বাস ও লেগুনা স্ট্যান্ড সরাতে আগামী ১৫ দিনের সময় বেঁধে দিয়ে কার্যকরী সিদ্ধান্ত নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে শিক্ষক সমিতির আয়োজিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সামনে যানজট ও নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে বাস ও লেগুনা ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা।
এই সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশা করা যাচ্ছে। সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের সামনে যানজট ও নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দীন, প্রক্টর তাজাম্মুল হক সহ সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও লালবাগ জোনের ডিসি (ট্রাফিক) মো. শফিকুল ইসলাম, আদালত পাড়ার দায়িত্বে এডিসি মাঈন উদ্দিন চৌধুরী, কোতয়ালী জোনের এসি মো. ফজলুল হক সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পরিবহন মালিক সমিতির প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/নাজমুল