রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এতে শতভাগ আবাসন সুবিধার দাবিও জানানো হয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অনুষ্ঠিত এক ছাত্র সমাবেশে এসব দাবি জানানো হয়।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজিব বলেন, শিক্ষার্থীরা লেজুড়বৃত্তিক রাজনীতি থেকে মুক্তি চায়। যা একমাত্র রাকসু নির্বাচনেই সম্ভব। তবে শিক্ষার্থীদের মধ্যে সেই সচেতনতা এখনো পুরোপুরি তৈরি হয়নি। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে অবিলম্বে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণার দাবি জানান তিনি।
আরেক সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, আমরা দাবি নিয়ে যাই, উপাচার্য আশ্বাস দিয়েই ক্ষ্যান্ত থাকেন। খসড়া ভোটার তালিকা নিয়ে বললে সেটা অনেক আগেই হয়েছে বলে জানান। সংশ্লিষ্টরা কেন প্রকাশ করেনি সেটা তিনি জানেন না। এমন অনেক বিষয়ে তার কাছে গেলে তিনি সংশ্লিষ্টদের উপর দায় দেন। তাহলে উপাচার্যের কথার কোন মূল্য কি নেই প্রশ্ন তোলেন তিনি।
সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্কের সভাপতি এস. এম. সালমান সাব্বির বলেন, এতোদিনেও বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ আবাসিকতা নিশ্চিত হয়নি। যা খুবই হতাশাজনক। যতদিন পর্যন্ত পূর্ণাঙ্গ আবাসিক সুবিধা নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত মেস বা ভাড়ায় থাকা শিক্ষার্থীদের আবাসিক ভাতা প্রদান করতে হবে।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হয়। সেই হিসেবে গত ২৮ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং ১৯ মে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল। এছাড়া নির্বাচন জুনের শেষে হবে বলে জানানো হয়। তবে ঘোষণা হলেও খসড়া ভোটার তালিকা এখন পর্যন্ত প্রকাশিত হয়নি।
বিডি প্রতিদিন/আরাফাত