সিরাজগঞ্জে গত বছরের ৪ আগস্ট আন্দোলন চলাকালে শহরের বড়বাজারে ছাত্রলীগ-যুবলীগের গুলিতে নিহত যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জুর স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। গতকাল জেলা বিএনপির সৌজন্যে নির্মিত মাছুমপুরে এ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সাইদুর রহমান বাচ্চু, শামীম খান, নাজমুল হাসান তালুকদার রানা উপস্থিত ছিলেন।