ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আওয়ামী ফ্যাসিস্ট দোসর শিক্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। অভিযুক্তদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
বুধবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবন চত্বরে এসে সমাবেশ মিলিত হয়। এতে সংগঠনটির প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন। এদিকে একই দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বায়োটেকনোলজি এন্ড জেনেটিং ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন শিক্ষার্থী বেলা দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থী ফুয়াদ হাসান বলেন, সাজিদ বিশ্ববিদ্যালয় পরিবারের একজন। তার হত্যার দৃশ্যমান এখনো ফলাফল আমরা জানতে পারিনি। দ্রুত সময়ের মধ্যে খুনিকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, ‘সাজিদ আমাদের ভাই। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ন্যক্কারজনক ঘটনা আর হতে পারে না। দ্রুত সময়ের মধ্যে খুনিকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আওয়ামী দোসর শিক্ষকদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।’
প্রসঙ্গত, গত ১৭ জুলাই বিকেল পৌঁনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ৩ আগস্ট প্রাপ্ত ভিসেরা রিপোর্টে সাজিদকে শ্বাসরোধ করা হত্যা করা হয় বলে উল্লেখ করা হয়। এরপর সাজিদের বাবার মামলায় মৌখিক নির্দেশে তদন্ত করছে সিআইডি। তবে এখনো খুনিকে চিহ্নিত করতে না পারাই ক্ষোভ বাড়ছে সকলের মধ্যে।
বিডি প্রতিদিন/এমআই