উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকেই শিক্ষার্থীরা ব্যাপক উচ্ছ্বাসের সাথে ভোট দিচ্ছেন। তবে আচরণবিধি না মেনে কেন্দ্রের সামনে এখনো প্রচারণা চালাচ্ছেন অনেক প্রার্থীর সমর্থকরা। এতে নির্বাচনী আচরণবিধি নিয়ে কিছু প্রশ্ন উঠেছে।
নির্বাচনের আচরণবিধির ১৫ নম্বর ধারা অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ভোটার নির্বাচনের দিন ভোটার স্লিপ প্রদান করতে পারবেন। এক্ষেত্রে শর্ত হচ্ছে, ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ভোটার স্লিপ বিতরণ করা যাবে না। তবে নির্বাচন চলাকালীন এই বিধি লঙ্ঘনের প্রবণতা দেখা গেছে কোনো কোনো প্রার্থী ও তাদের সমর্থকদের মাঝে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রগুলোতে এমন অবস্থা দেখা যায়।
সরেজমিন দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল, সিনেট ভবন, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র, কার্জন হলসহ প্রায় সব কেন্দ্রেই ভোটারদের কাছে লিফলেট, কার্ড বিতরণ করছেন প্রার্থীর সমর্থকরা। এক্ষেত্রে তারা মানছেন না ১০০ মিটারের দূরত্ব। ভোটারদের লাইনের কাছে গিয়ে ভোট চাইছেন অনেক প্রার্থীও। ফলে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হওয়ার পাশাপাশি কৃত্রিম জটের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
একাধিক শিক্ষার্থী অভিযোগ করছেন, নিয়ম-শৃঙ্খলার কোনো তোয়াক্কা করছেন না কেউ কেউ। তাদের সমর্থক ও স্বয়ং অনেক প্রার্থী সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত। অনেকে তো লিফলেট নিয়ে রীতিমতো টেবিল বসিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমেদ বলেন, এভাবে ভোট চাওয়ার সুযোগ নেই। প্রার্থীদের কেন্দ্রের ১০০ মিটার দূরে থাকতে হবে। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই