রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অপরাজেয় একাত্তর অপ্রতিরোধ্য চব্বিশ প্যানেল ঘোষিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এ প্যানেল ঘোষণা করা হয়।
ছাত্র ইউনিয়ন সমর্থিত এ প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মাসুদ কিবরিয়া, সাধারণ সম্পাদক (জিএস) পদে পরমা পারমিতা ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সানজিদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক পদে মুক্তাদির করিম কুয়াশা, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে মেহেদী হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবু রায়হান জনি, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে বিজয় মর্মি ও কার্যনির্বাহী সদস্য শাহিন শিকদার। এছাড়া সিনেট সদস্য পদে পরমা পারমিতা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচনী ইশতেহারে ভিপি পদপ্রার্থী মাসুদ কিবরিয়া বলেন, আমরা নির্বাচিত হলে আবাসন সমস্যা, নিরাপদ ক্যাম্পাস, হল ডাইনিং-ক্যান্টিন সমস্যা সমাধানের পাশাপাশি পরিবহন, ইন্টারনে ও চিকিৎসা কেন্দ্রের সংস্কারে কাজ করবো। এগুলো কেবল ইশতেহার নয় বরং দায়বদ্ধতা। অবশ্যই জবাবদিহি করবো।
বিডি প্রতিদিন/আরাফাত