শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
দিনের শুরুতে সকাল ৯:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের নেতৃত্বে রঙিন বেলুন ও সাদা কবুতর ছেড়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর এক বর্ণাঢ্য র্যালি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হয়।
র্যালিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা কৃষক-কৃষাণী, জেলে-জেলেনী ও পশু চিকিৎসক সেজে নৃত্য ও সংগীত পরিবেশন করে বাংলাদেশের কৃষিজীবনের সহযাত্রা তুলে ধরেন, যা পুরো ক্যাম্পাসকে উৎসবমুখর করে তোলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, সকল অনুষদের ডিন ও হল প্রভোস্টবৃন্দ।
র্যালি শেষে উপাচার্য ড. আব্দুল লতিফ বলেন, প্রতিষ্ঠানটি ১৯৩৮ সালে ‘বেঙ্গল অ্যাগ্রিকালচারাল ইনস্টিটিউট (বিএআই)’ নাম নিয়ে যাত্রা শুরু করে। বিভিন্ন পর্যায়ে নাম ও সাংগঠনিক পরিবর্তনের মধ্য দিয়ে আজকের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘Sher-e-Bangla Agricultural University Act’ পাস হওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির বর্তমান নাম ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ