সিলেটের গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের দায়ের কোপে আতিকুর রহমান (৭০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। শনিবার রাতে রানাপিং বাজারে এ ঘটনা ঘটে। নিহত আতিকুর রহমানের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের রানাপিং সৎখণ্ড গ্রামে।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী বলেন, নিহতের রদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার