সিলেটের ওসমানীনগরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর বটেরতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সন্ধ্যা সোয়া ৭টায় এই প্রতিবেদন লেখা সময় পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৪-০২৮৬) ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের (ঢাকা মেট্রো ট-১১-২৪৩৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় ট্রাকের সামনের অংশ। ঘটনাস্থলেই নিহত হন চারজন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে গুরুতর আহত ছয়জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে আরেকজন মারা যান।
বালাগঞ্জ-ওসমানীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ ফজলুল হক জানান, নিহতদের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, দুর্ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। নিহতদের লাশ ও ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি সরিয়ে নেয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিডি প্রতিদিন/২৬ জুলাই ২০১৮/আরাফাত