সিলেট নগরীর জেলরোড এলাকাস্থ হোটেল অনুরাগের একটি কক্ষ থেকে থেকে ঢাকার তিব্বিয়া কলেজের অধ্যাপক ফেরদৌস ওয়াহিদের (৫৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে তার লাশটি উদ্ধার করা হয়। ফেরদৌস ওয়াহিদ বাংলাদেশ ইউনানী সমিতির মহাসচিব বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত শুক্রবার রাত ৮টার দিকে হোটেলে অনুরাগে একটি কক্ষ বুকিং করেন অধ্যাপক ফেরদৌস ওয়াহিদ। শনিবার সকালে তার কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে। পরে পুলিশ এসে কক্ষের ভেতর শুয়ে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে।
নগরীর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক হাদিউল ইসলাম বলেন, সিলেট তিব্বিয়া কলেজের কোয়ালিফাইড পরীক্ষায় অংশগ্রহণ করতে ঢাকা থেকে এসেছিলেন অধ্যাপক ফেরদৌস ওয়াহিদ। প্রাথমিকভাবে আমাদের ধারণা, তিনি স্ট্রোক করে মারা গেছেন। তার লাশ উদ্ধার করে ময়ানতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। সিলেটে তার কোনো নিকটাত্মীয় নেই। ফলে লাশ গ্রহণ করতে তার পরিবারকে খবর দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম