Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:৪৬

সিলেটে মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে আওয়ামী লীগ নেত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে আওয়ামী লীগ নেত্রীর মৃত্যু

ছেলের মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে পড়ে গিয়ে সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রত্না বেগমের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের কৈতক ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

সুনামগঞ্জ জেলা পরিষদের (সংরক্ষিত) সদস্য ও সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক সাবিনা সুলতানা জানান, সিলেট নগরীর রাজার গলি এলাকাস্থ নিজ বাসা থেকে ছেলের মোটরসাইকেলযোগে ছাতক উপজেলার কৈতক যাওয়ার জন্য রওয়ানা দেন রত্না বেগম। ছাতকের জাউয়াবাজারের নিকটবর্তী কৈতক ব্রিজের কাছে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে পেছন থেকে সড়কে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম


আপনার মন্তব্য