সিলেট নগরীর বন্দরবাজারে মাছের পেটে ভরে ৬১৪ পিস ইয়াবা বিক্রি করতে গিয়ে আব্দুল খালিক নামে এক মাদক বিক্রেতা আটক হয়েছেন। সোমবার বিকাল ৩টার দিকে তাকে আটক করে র্যাব।
আটক আব্দুল খালেকের বাড়ি গোয়াইনঘাটের সালুটিকর এলাকায়। তিনি সীমান্ত এলাকা জকিগঞ্জ থেকে বিক্রির জন্য মাছের পেটে ভরে ইয়াবা নিয়ে সিলেটে এসেছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল খালিককে আটক করা হয়। তিনি সীমান্ত এলাকা জকিগঞ্জ থেকে বিক্রির জন্য মাছের পেটে ভরে ইয়াবা নিয়ে সিলেটে এসেছিলেন। পরে ওই মাছের পেট কেটে ৬১৪ পিস ইয়াবা জব্দ করা হয়।
আব্দুল খালিক পেশাদার মাদক ব্যবসায়ী কিনা, তা জানতে তদন্ত চলছে বলেও জানান মো. মনিরুজ্জামান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম