Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ২০:৫৬

সিলেটে টিউবওয়েল থেকে গ্যাস উদ‌গিরণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে টিউবওয়েল থেকে গ্যাস উদ‌গিরণ
প্রতীকী ছবি

সিলেটের কানাইঘাট উপজেলার কানাইঘাট-দরবস্ত সড়কের বিষ্ণুপুর করচটি নতুন ব্রিজের পাশে টিউবওয়েল স্থাপনের সময় পাইপ দিয়ে গ্যাস উদগিরণের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিষ্ণুপুর করচটি নতুন ব্রিজের পাশে একটি টিউবওয়েল স্থাপনের কাজ সকাল থেকে শুরু করেন শ্রমিকরা। মাটির নিচে পাইপ ১২০ ফুট যাওয়ার সময় পানির সাথে তীব্র বেগে গ্যাস ও ধোয়া বের হতে শুরু করে। এসময় শ্রমিকরা আতঙ্কিত হয়ে ওঠেন। পরে তারা বস্তায় মাটি ভরে পাইপের গর্ত বন্ধ করে দেন। তারপরও গ্যাস উদগিরণ করছে।

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া সুলতানা জানান, বিষয়টি জালালাবাদ গ্যাস কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

বিডি প্রতিদিন/২৪ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত


আপনার মন্তব্য