২৫ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:০৫

শিশু হত্যায় ১৮ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

শিশু হত্যায় ১৮ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

সুনামগঞ্জের ছাতক উপজেলার চাঞ্চল্যকর শিশু ইমন আলী হত্যা মামলায় মঙ্গলবার আরও দুইজনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। সিলেট দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসানের আদালতে সাক্ষ্যগ্রহণ করা হয়। 

এ নিয়ে মামলার ২০ সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। ছাতকের বাতিরকান্দির রফিক আহমদ ও আজমান আলী সাক্ষ্য প্রদান করেন।

আদালতের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর জানিয়েছেন, মামলার বাদীপক্ষের ২০ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত। দুইজন অসুস্থ থাকায় তাদের সাক্ষ্য নেওয়া হবে না। আদালতে সাক্ষ্যগ্রহণ শেষ করতে আবেদনও করা হয়েছে। 

তিনি আরও জানান, আগামী তারিখ থেকে সরকারি কর্মকর্তাদের সাক্ষ্য নেওয়া হবে।

প্রসঙ্গত, ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের সৌদি প্রবাসী জহুর আলীর ছেলে ইমনকে ২০১৫ সালের ২৭ মার্চ অপহরণ করা হয়। পরে মুক্তিপণের টাকা আদায় করার পরও অপহরণকারীরা তাকে হত্যা করে। এ ঘটনায় ওই বছরের ৮ এপ্রিল ঘাতক সুয়েবুর রহমান সুজনকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা, বিষের বোতল ও রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশের পর মামলাটি দ্রুতবিচার ট্রাইব্যুনালে আসে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর