সিলেটে রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরকে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে গত মঙ্গলবার ঐক্যফ্রন্টের সমাবেশ শেষে রাতে নগরীর উপশহর এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।
উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ১৫ অক্টোবর স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল হতে পুলিশের উপর হামলা চালানোর অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে খন্দকার মুক্তাদিরকে।
বিডি প্রতিদিন/এ মজুমদার