সিলেটে ইয়াবার চালানসহ এক যুবককে আটক করেছে র্যাব। রবিবার রাত ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকা থেকে সুমন আহমদ মাছুম নামের ওই যুবককে আটক করা হয়।
আজ তাকে আদালতে হাজির করে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে একই উপজেলার রুপচেঙ গ্রামের মৃত তেরা মিয়ার ছেলে। তার কাছ থেকে সাড়ে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
র্যাব জানায়, অভিযানকালে মাছুমের আরো দুই সহযোগী পালিয়ে যায়। তারা হচ্ছেন- জকিগঞ্জ উপজেলার উত্তর মাদারখাল গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে শাহাব উদ্দিন ও একই উপজেলার লোহারমহল শেখ পাড়ার মোসাইদ আলীর ছেলে কামরুল ইসলাম।
বিডি প্রতিদিন/এ মজুমদার