বিএনপি’র ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।ইনাম আহমদ চৌধুরী সিলেট-১ আসনে বিএনপির বিকল্প প্রার্থী ছিলেন। এই আসনে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয় খন্দকার আব্দুল মুক্তাদিরকে। মনোনয়ন না পাওয়াতেই তিনি বিএনপি ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
গত বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। যদিও এ ব্যাপারে ইনাম চৌধুরী এখনও গণমাধ্যমের কাছে কোন প্রতিক্রিয়া জানাননি।
এদিকে ইনাম আহমদ চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে নির্বাচনী উত্তাপের শুরুর দিকে কাজ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনিও এখন ইনাম চৌধুরীর উপর চরম নাখোশ বলে জানা গেছে।
ইনাম চৌধুরীর দলবদল নিয়ে আরিফ বলেন, ‘আমরা এতোদিন জেনেছি রক্তের রং লাল। এখন জানলাম রক্তের রং সাদাও হয়। ইনাম আহমদ চৌধুরী সেটি দেখালেন। তার মতো প্রবীণ ও মর্যাদাসম্পন্ন মানুষ এমন একটা সময় দল পরিবর্তন করলেন যখন জাতি একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। জাতি দুঃশাসন থেকে মুক্তির পথ খোঁজে নিচ্ছে। আর এমন সময় তিনি সেই দুঃশাসনের ভিড়েই নিজেকে জড়িয়ে নিলেন।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত